• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মালবাহী ট্রেন বিকল

আড়াই ঘণ্টা বন্ধ ঢাকা-উত্তরাঞ্চল ট্রেন চলাচল

প্রকাশ:  ০৪ এপ্রিল ২০২২, ২০:৫৬
সিরাজগঞ্জ প্রতিনিধি

টানা আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার কুড়িগ্রাম এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে দুপুর ২টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের কাছে মালবাহী একটি ট্রেনের বগির হুক ভেঙে যায়। ফলে ট্রেনটি দুভাগে বিভক্ত হয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ থাকে।

জামতৈল রেলওয়ে স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার প্রভাত কুমার দাস জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন বেলা ১টা ৫০ মিনিটে জামতৈল স্টেশন ক্রস করে। কিছুদূর যাওয়ার পর ট্রেনটির একটি বগির হুক ভেঙে মাঝখান থেকে আলাদা হয়ে যায়। এতে ট্রেনটির দুটি অংশ মেইন লাইনের ওপর থেমে যায়। এতে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিনি আরো জানান, পরে ট্রেনটির দুটি অংশ ইঞ্জিন ঘুরিয়ে নিয়ে তৃতীয় লাইনে দেওয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সিরাজগঞ্জ,বন্ধ,ঢাকা-উত্তরাঞ্চল,ট্রেন,চলাচল

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close