• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নববর্ষের ছুটিতে হিলি স্থলবন্দরে বন্ধ বাণিজ্য

প্রকাশ:  ১৪ এপ্রিল ২০২২, ২২:২৪
অনলাইন ডেস্ক

করোনা মহামারির কারণে দীর্ঘ দুই বছরের বেশি বন্ধ থাকার পর ভারত ও বাংলাদেশের মধ্যে হিলি আন্তর্জাতিক স্থলবন্দর খুলে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বাংলা নববর্ষের প্রথম দিনে স্থলবন্দরটি খুলে দেয়ার পর বাংলাদেশ থেকে ৬ জন ভারতে এসেছেন। অপরপক্ষে ভারত থেকে দুইজন বাংলাদেশে গেছেন। স্থলবন্দর সূত্র এ তথ্য জানিয়েছে।

করোনা শুরুর আগে হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৫০০ থেকে ৬০০ মানুষ যাতায়াত করতেন। কোনো উৎসবের সময় সংখ্যাটা হাজার ছাড়িয়ে যেত।

২০২০ সালের মার্চ মাস থেকে করোনা ভাইরাস সংক্রমণের কারণে অন্যান্য আন্তর্জাতিক স্থলবন্দরের সঙ্গে হিলি স্থলবন্দরটিও বন্ধ করে দেয়া হয়। করোনার দাপট কিছুটা কমে এলে পণ্য পরিবহন শুরু হয় এই স্থলবন্দর দিয়ে। কিন্তু মানুষের যাতায়াত বন্ধই ছিল। এতে বহু মানুষ সমস্যায় পড়েন। ক্ষতির মুখে পড়েন বন্দর-সংশ্লিষ্ট বহু ব্যবসায়ী।

অবশেষে বৃহস্পতিবার হিলি আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে দুই দেশের পাসপোর্টধারী মানুষের যাতায়াতের সুযোগ তৈরি হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মানুষ।

বাংলাদেশ থেকে ভারতে আসা রিন্টু শাহ বলেন, ‘দীর্ঘ দুই বছর পর এই বন্দর দিয়ে পাসপোর্টের মাধ্যমে নাগরিক পরিষেবা শুরু হওয়ায় আমরা খুশি।’

হিলি স্থলবন্দরের ব্যবসায়ী আশুতোষ সাহা বলেন, ‘আজ থেকে নাগরিক পারাপার শুরু হয়েছে। ইতোমধ্যে অনেক টাকার ক্ষতি হয়ে গেছে। এখন বন্দর চালু হওয়ায় আশার আলো দেখছি আমরা।’

পূর্ব পশ্চিম/জেআর

হিলি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close