• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হাওরে কৃষকের হাহাকার, তলিয়ে যাচ্ছে আধাপাকা ধান

প্রকাশ:  ১৭ এপ্রিল ২০২২, ১৮:১১
সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের নদ-নদী ও হাওরের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। হাওর ও নদীর পানিতে চোখের সামনে তলিয়ে যাচ্ছে আধাপাকা বোরো ধান। কৃষকদের মধ্যে চলছে হাহাকার। জগন্নাথপুর ও তাহিরপুর উপজেলার হাওরগুলোতে বাঁধ পানি প্রবেশ করতে শুরু করেছে। এতে ছোটবড় অন্তত ১২টি হাওরের ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

রোববার (১৭ এপ্রিল) সকাল থেকে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার সংলগ্ন গোলাবাড়ি ক্যাম্পের পাশের আপরমারা বাঁধ উপচে গুরমার হাওরে পানি প্রবেশ করতে শুরু করে। এতে তাহিরপুর ও ধর্মপাশার হাওরগুলোতে আধাপাকা ফসল পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, নদ-নদীতে গত তিনদিন ধরে পানি বাড়ছে। আপরমারা বাঁধ উপচে সকাল থেকে পানি প্রবেশ করছে। এই বাঁধটি রামসার নীতিমালার কারণে পাউবো সেখানে কাজ করে না।

এদিকে, উজানের ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শনিবার সন্ধ্যার দিকে আসামপুর এলাকায় নলজুর নদীর পাড় উপচে স্থানীয় হালির হাওরে পানি প্রবেশ করে। বিষয়টি স্থানীয় মসজিদের মাইকে জানানো হলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে পানি ঠেকাতে কাজ করছিলেন। রাত ১২টা পর্যন্ত চেষ্টা করেও হাওর রক্ষা করা যায়নি। শেষ পর্যন্ত পানির প্রবল চাপের কাছে হারতে হলো। হু হু করে পানি ঢুকছে হাওরে। ফলে ফসল তলিয়ে যাচ্ছে পানির নিচে।

এর আগে এপ্রিলের শুরুতে তাহেরপুর উপজেলার নজরখালি বাঁধ ভেঙে ২৫ হেক্টর জমির ধান তলিয়ে যায়।

পূর্বপশ্চিম- এনই

হাওর,সুনামগঞ্জ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close