• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অবৈধ বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন, গ্রেপ্তার ১

প্রকাশ:  ১৮ এপ্রিল ২০২২, ১৫:০৬ | আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৫:১৪
লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় অবৈধভাবে বোমা মেশিন দিয়ে বালি উত্তোলনের অভিযোগে আলমগীর হোসেন(২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার গ্রেপ্তারকৃতসহ আরও ৫জনের নামে মামলা দায়ের করেছিলেন ভূমি উপ-সহকারী অতুল বাবু ।

রোববার (১৭ এপ্রিল) দুপুরে আলমগীরকে আটক করা হয়। এর আগে শনিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পশ্চিম ফকিরপাড়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে বালু উত্তোলনের সময় মেশিনটি জব্দ করে পুলিশ।

গ্রেপ্তার আলমগীর হোসেন(২৫) পশ্চিম ফকির পাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।

জানা গেছে, উপজেলার পশ্চিম ফকিরপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবৈধ বোমা মেশিন বসিয়ে বালু উত্তোলন করছিলেন সাংবাদিক পরিচয়দানকারী সেলিম সম্রাট। বালু উত্তোলনের ফলে স্কুল সংলগ্ন বসতবাড়ী এবং বাঁশঝাড় ঝুঁকির মুখে পড়ায় হাতীবান্ধা উপজেলা নির্বাহি অফিসার ও থানা পুলিশকে অভিযোগ করেন এলাকাবাসী।

পরে ঘটনাস্থলে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক এসআই আঙ্গুরের নেতৃত্বে একটি দল এসে অবৈধ বোমা মেশিনটি জব্দ করে থানায় নিয়ে যান।

ফকিরপাড়া ইউপি চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন, এলাকাবাসীর অভিযোগ ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই বালু উত্তোলনের ফলে একটি বাসঝাড় ভেঙে পড়েছে। আশেপাশে কৃষিজমি ও হুমকির মুখে পড়েছে।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন বলেন, অত্র উপজেলায় অবৈধভাবে বোমা মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলন করা অবৈধ। জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম বলেন, অবৈধ বোমা মেশিন জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/টিকেআর/জেএস

লালমনিরহাট

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close