• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

লালমনিরহাটে ইয়াবাসহ এসপির ভাই গ্রেফতার

প্রকাশ:  ২০ এপ্রিল ২০২২, ১০:৫৩
লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় ১০ পিস ইয়াবাসহ দিনাজপুর সিআইডির এসপি পঙ্কজ চন্দ্রের ভাইসহ মাদক দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি পাজেরো গাড়ি জব্দ করা হয়।

সোমবার (১৮ এপ্রিল) রাতে এ তথ্য জানান হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এরশাদুল আলম।

গ্রেফতারকৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের জয়দেব কুমার ছেলে ও দিনাজপুর সিআইডির বিশেষ পুলিশ সুপার পঙ্কজ চন্দ্রের ছোট ভাই চঞ্চল কুমার রায় (৩৮) এবং তার সহযোগী একই এলাকার মন্দিরপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে আল হাদি সজিব (৩৩)।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাজেরো গাড়িতে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ভেলাগুড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে একটি পাজেরো গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা চঞ্চল কুমার রায় ও আল হাদি সজিবকে আটক করে পুলিশ। গাড়িটিও জব্দ করা হয়।

এ ঘটনায় ১৭ এপ্রিল মাদক দ্রুব্য নিয়ন্ত্রন আইনে হাতীবান্ধা থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। তাদের নামে ইতোপূর্বেও বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানা গেছে।

এ বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, এসপির ভাই কি না সেটা আমরা জানি না। তার কাছ থেকে ইয়াবা উদ্ধার হয়েছে। তাই তার সঙ্গীসহ তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে।

টিকে/এনএন

লালমনিরহাট

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close