• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সোশ্যাল ইসলামী ব্যাংকের ভল্ট থেকে ২৭ লক্ষাধিক টাকা চুরি

প্রকাশ:  ২৯ এপ্রিল ২০২২, ০৯:১৮
চাঁদপুর প্রতিনিধি

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপ-শাখা থেকে ভল্ট খুলে ২৭ লক্ষাধিক টাকা চুরি হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার ( রাতে ২৭ এপ্রিল) উপজেলার মুন্সিরহাট বাজারে এ চুরির ঘটনা ঘটে। এর পরদিন বৃহস্পতিবার (২৮ এপ্রিল) এ তথ্য পুলিশসহ সংশ্লিষ্টদের জানান ব্যাংক কর্মকর্তারা।

জানা যায়, ২৭ এপ্রিল রাতে ব্যাংকের দোতলা ভবনের পূর্ব পাশের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে চোরের দল। এরপর তারা সিসি ক্যামেরায় কালো রং স্প্রে করে, যাতে তাদের শনাক্ত করা না যায়। পরে প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকের ভল্ট খুলে ২৭ লাখ ৩০ হাজার ৩৮৩ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। যাওয়ার সময় সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে যায় তারা।

ব্যাংকের ম্যানেজার এম এ হালিম ভূঁইয়া বলেন, প্রতিদিনের মতো ২৭ এপ্রিল বিকেল সাড়ে ৪টায় ব্যাংক বন্ধ করে আমরা চলে যাই। পরদিন বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে তালা খোলেন সহকারী অফিসার সাদ্দাম হোসেন। তিনি দেখতে পান জানালার গ্রিল কাটা এবং ভল্ট খোলা। পরে তিনি আমাকে ও পুলিশকে খবর দেন।

মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বপশ্চিম/এনএন

ইসলামী ব্যাংক,সোশ্যাল

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close