• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু

প্রকাশ:  ১৭ মে ২০২২, ১২:৩৫
নিজস্ব প্রতিবেদক

ঢাকার আশুলিয়ায় যাত্রীবাহী বাসে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সকালে দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম কামরুজ্জামান জানান, সোমবার রাত ১০টার দিকে আশুলিয়া থানাধীন নবীনগর সেনা কল্যাণ ভবনের পাশের রাস্তায় বাসের ভিতরে ঘটনাটি ঘটে। বাসের যাত্রীরা ছিনতাইকারী সন্দেহে তাকে গণধোলাই দেয়।

পরে খবর পেয়ে আমাদের পুলিশের একটি টিম তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাতেই তাকে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন সকালে তার মৃত্যু হয়।

তিনি জানান, সাভার পরিবহনের নামে বাসের ভেতর এই ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। তবে বাসটি এখনো শনাক্ত করা যায়নি। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরিচয়ও এখনো জানা যায়নি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মৃত্যু,যুবক,ছিনতাইকারী,সন্দেহ,গণপিটুনি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close