• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ট্রেনের টয়লেটে পড়েছিলো মুক্তিযোদ্ধার মরদেহ

প্রকাশ:  ১৭ মে ২০২২, ১৫:২৫ | আপডেট : ১৭ মে ২০২২, ১৫:৩৬
পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে ট্রেনের টয়লেট থেকে আব্দুল আজিজ শেখ (৭৪) নামে এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে দ্রুতযান এক্সপ্রেসের একটি বগির টয়লেট থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের বাড়ি ঝিনাইদাহ জেলার শৈলকুপা থানার লক্ষণদিয়া গ্রামে। তিনি অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সোমবার রাত ৮টায় পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসে ফুলবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন আব্দুল আজিজ। তিনি মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন সংক্রান্ত কাজে ফুলবাড়ি আসছিলেন। মঙ্গলবার সকালে রেল পুলিশের মাধ্যমে ট্রেনের টয়লেটে তার মরদেহ পড়ে থাকার খবর পায় পঞ্চগড় সদর থানা পুলিশ।

দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবির সহযোগিতায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বলেন, এটা রেল পুলিশের তদন্তের বিষয়। তবে তার সঙ্গে থাকা কাগজপত্র দেখে ঠিকানাসহ তিনি বীর মুক্তিযোদ্ধা বলে নিশ্চিত হওয়া গেছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

পূর্বপশ্চিমবিডি/এনজে

ট্রেনের টয়লেটে থেকে,মুক্তিযোদ্ধা,মরদেহ উদ্ধার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close