• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আধিপত্য নিয়ে সংর্ঘষ, কৃষককে কুপিয়ে হত্যা

প্রকাশ:  ১৭ মে ২০২২, ১৭:৪৫
নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংর্ঘষের ঘটনা ঘটেছে। এ সময় মিজানুর রহমান শরীফ (৫০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার(১৭ মে) দুপুরের দিকে উপজেলার শামুককোলা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুককোলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলীম কাজীর সাথে একই গ্রামের হোসেন কাজীর মধ্যে দীর্ঘদিন ধরে এ বিরোধ চলে আসছিলো। সোমবার বিকালে ওবায়দুর কাজীর গরু ধরে নিয়ে যায় প্রতিপক্ষ গ্রুপের লোকজন।

এ ঘটনার জের ধরে মঙ্গলবার দুপুরের দিকে দুই গ্রুপের লোকজনের মধ্যে ঢাল,সরকি রাম-দা ইট পাটকেল নিয়ে ঘন্টাব্যাপী সংঘর্ষ বেধে যায়। এ সময় প্রতিপক্ষ হোসেন কাজীর লোকজন সড়কি দিয়ে মিজানুর রহমান শরীফের বুকে ধারালো সড়কি দিয়ে কোপ মারলে তিনি ঘটনাস্থলেই নিহত হয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসই/এনজে

আধিপত্য নিয়ে সংর্ঘষ,কৃষক,কুপিয়ে হত্যা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close