• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সুনামগঞ্জে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু, আহত ১০

প্রকাশ:  ১৯ মে ২০২২, ১৩:০৫
সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু এবং ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মে) দুপুর ১২টায় উপজেলার সুন্দরপাহাড়ি গ্রামের পাশে এ ঘটনা ঘটে। আহতদের বাদাঘাট, তাহিরপুর ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- সুন্দরপাহাড়ি গ্রামের কৃষক আব্দুল হালিমের মেয়ে তাওহিদা বেগম (১১), ফজর আলীর মেয়ে রিপা বেগম ও আবুল আজিজের ছেলে আমিরুল (১১)।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, পাহাড়ি ঢলে বাদামখেত ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় সুন্দরপাহাড়ি গ্রামের বাদাম চাষিরা পরিবারের শিশু-নারীসহ সবাইকে নিয়ে বাদাম তুলতে যান। দুপুর ১২টায় ঝড়ের সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু ঘটে।

তিনি আরো জানান, এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। আহতদের তাহিরপুর, বাদাঘাট ও সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ব্যক্তিগতভাবে নিহতদের পরিবারের হাতে ৫ হাজার করে নগদ টাকা দেওয়া হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সুনামগঞ্জ,আহত,বজ্রপাত,শিশু,মৃত্যু

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close