• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

প্রকাশ:  ২০ মে ২০২২, ১২:৪০
নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে স্বামীর ওপর অভিমান করে আলিফা বেগম (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৯ মে) সন্ধায় ডোমার উপজেলার পূর্ব চিকনমাটি কমিশনার পাড়ায় এ ঘটনা ঘটে।

আলিফা বেগম চিকনমাটি কমিশনার পাড়ার মাহাতাব হোসেনের মেয়ে ও রামগঞ্জ এলাকার জনি ইসলামের স্ত্রী।

৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনারুল ইসলাম জানান, আলিফা বেগম অসুস্থ ছিলেন। দুদিন আগে তার ভাই আব্দুস সালাম চিকিৎসার জন্য ঢাকা থেকে তাকে ডোমারে নিয়ে আসেন। বৃহস্পতিবার সকাল থেকে আলিফা বেগম তার স্বামী জনি ইসলামকে একাধিকবার ফোন দেন। তবে তিনি ফোন রিসিভ করেননি। এতে মন খারাপ ছিল আলিফা বেগমের। এরই এক পর্যায়ে সবার অগোচরে সন্ধ্যার দিকে তিনি ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ধারণা করা হচ্ছে, স্বামীর ওপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।

ডোমার থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, রাতে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এনজে

স্বামীর ওপর অভিমান,স্ত্রীর আত্মহত্যা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close