• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ময়মনসিংহে বিষপানে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রকাশ:  ২৩ মে ২০২২, ১৮:৫৩
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের সদর উপজেলায় বিষপানে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২২ মে) দিনবাগত রাত ১০টার দিকে সদর উপজেলার ভাটি দাপুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রনি মিয়া (২২) ও তার স্ত্রী সেতু আক্তার (১৯)।

সেতু আক্তারের বাবা তারা মিয়া বলেন, রাতে মেয়ের সঙ্গে মোবাইলে কথা বলেছি। তখন তারা ভালোই ছিলো। কিছুক্ষণ পর জানতে পারি মেয়ে অসুস্থ। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে জানতে পারি মেয়ে-জামাই বিষ খেয়েছে। চিকিৎসকরা বাঁচানোর চেষ্টা করলেও তারা বাঁচেনি।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, তিন মাস আগে বলাশপুর কসাইপাড়া এলাকার তারা মিয়ার মেয়ে সেতু আক্তারের সঙ্গে ভাটি দাপুনিয়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে রনি মিয়ার বিয়ে হয়।

তিনি জানান, রোববার রাত ১০টার দিকে অজ্ঞাত কারণে স্বামী-স্ত্রী একসঙ্গে বিষপান করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত দেড়টার দিতে সেতু আক্তার মারা যান। পরে ভোরে রনি মিয়াও মারা যান।

জহিরুল ইসলাম জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে দুজনের মরদেহ ময়নাতদন্ত করে নিহতের পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে। তবে কেন তারা আত্মহত্যা করেছেন সেটি জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ময়মনসিংহ,বিষপান,স্বামী-স্ত্রী,মৃত্যু

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close