• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গেম খেলতে নিষেধ করায় শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ:  ০৮ জুন ২০২২, ১৬:১৫
রংপুর প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুরে মোবাইলে গেম খেলতে নিষেধ করায় শ্রী নিরব (১২) নামে এক স্কুল শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (৭ জুন) রাতে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মৃত নিরব উপজেলার বড়বালা ইউনিয়নের নীশি চন্দ্র শীলের ছেলে। সে ছড়ান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

পুলিশ ও এলাকাবাসি জানায়, নিরবের বাবা নীশি চন্দ্র স্থানীয় ছড়ান বন্দরে সেলুনে কাজ করেন। মঙ্গলবার রাত ৮টার দিকে নীশি চন্দ্র বাড়ি গিয়ে দেখেন, নিরব ঘরে বসে মোবাইলে গেম খেলছে। এ সময় তিনি ছেলেকে গেম খেলতে নিষেধ করেন এবং মোবাইল ফোনটি কেড়ে নেন। এতে ক্ষুদ্ধ হয়ে ছেলেটি শোওবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়।

অনেকক্ষণ পরও ঘর থেকে বের না হওয়ায় দরজায় কড়া নেড়ে তাকে ডাকাডাকি করে বাড়ির লোকজন। কিন্তু সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে সিলিং ফানের সাথে ঝুলছে নিরব। পরে তাকে উদ্ধার করে স্বজনরা স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে নিরবকে মৃত ঘোষণা করা হয়।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, মোবাইল ফোনে গেম খেলতে না দেওয়ায় ছেলেটি আত্মহত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ছেলেটির বাবা নীশি চন্দ্র থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

পূর্বপশ্চিমবিডি/এনজে

গেম খেলতে,নিষেধ করায়,শিক্ষার্থীর আত্মহত্যা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close