• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

স্কুল শেষে বাড়ি ফেরা হলো না রমজানের

প্রকাশ:  ১৫ জুন ২০২২, ১১:৩৭
খুলনা প্রতিনিধি

খুলনার কয়রায় বাসের চাকায় পিষ্ট হয়ে রমজান আলী (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) আড়াইটার দিকে উপজেলার বমিয়া সরদারবাড়ী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রমজান উপজেলার বামিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও উপজেলার বামিয়া গ্রামের কিনু আলী সরদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত রমজান আলী সাইকেলে চড়ে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল৷ একপর্যায়ে সে বামিয়া সরদারবাড়ি মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাইকাগাছাগামী একটি দ্রুতগতির বাস তাকে ধাক্কা দেয়। প্রথমে ইঞ্জিন ভ্যানে ধাক্কা খেয়ে সাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে সে। এরপর বাসের সামনের চাকা তার মাথার উপর দিয়ে উঠে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কয়রা থানার উপপরিদর্শক (এসআই) বাবন দাশ জানান, সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যুর পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করে।

পূর্বপশ্চিমবিডি/এসএনএস/এনজে

স্কুল শেষে,বাড়ি ফেরা,হলো না,রমজানের

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close