• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হাসপাতালের সিঁড়িতে মিলল নবজাতক

প্রকাশ:  ১৫ আগস্ট ২০২২, ১৫:১৯
নিজস্ব প্রতিবেদক

নওগাঁ সদর হাসপাতালের নতুন ভবনের সিঁড়ি থেকে ৪ দিনের জীবিত নবজাতক (কন্যা শিশু) উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার (১৪ আগস্ট) রাত ৮ দিকে এ ঘটনা ঘটে। নবজাতকটিকে উদ্ধারের পর ওই হাসপাতালেই ভর্তি করা হয়। পরে এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গতকাল রাতে হাসপাতালের সিঁড়িতে মানুষের চিল্লাপাল্লা শুনে এগিয়ে যান হাসপাতালের দায়িত্বরত ওয়ার্ড বয় রাজু হোসেন। সেখানে দেখতে পান সিঁড়িতে শুয়ে এক নবজাতক কান্না করছে। লোকজন তাকে ঘিরে রেখেছে, এমন অবস্থায় কোলে তুলে নিয়ে অজ্ঞাত শিশু হওয়ায় ওয়ার্ড বয়ের নামে ভর্তি করান।

হাসতালের শিশু ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স মোছা. মুনিরা জান্নাত বলেন, দায়িত্বরত ওয়ার্ড বয় রাজু শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। তার অক্সিজেন স্বল্পতায় ছিল। আমরা দ্রুত অক্সিজেনের ব্যবস্থা গ্রহণ করি এবং শিশু ডাক্তার এসে তাৎক্ষণিক শিশুটির চিকিৎসা সেবা ও ওষুধ পত্র লিখে দিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. ফজলুর হক বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে, সুস্থ আছে, সার্বক্ষণিক তার দেখভাল করার জন্য লোক রয়েছে।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জুয়েল বলেন, হাসপাতালে এক অজ্ঞাত নবজাতকের উদ্ধারের বিষয়টি আমরা জেনেছি, জেনে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। এই বিষয়ে কাউকে এখনো শনাক্ত করা যায়নি। হাসপাতালের সিসি ফুটেজ দেখে অজ্ঞাত শিশুর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান এই কর্মকর্তা।

পূর্বপশ্চিমবিডি/এআই

সিঁড়িতে মিলল নবজাতক,নওগাঁ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close