• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পঞ্চগড়ে নৌকাডুবি: এখনো নিখোঁজ ৩ জন

প্রকাশ:  ২৯ সেপ্টেম্বর ২০২২, ২২:৫৯
পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন এক শিশুসহ তিনজন। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৬৯ জনের মরদেহ।

নিখোঁজদের উদ্ধারে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) পঞ্চম দিনের মতো চলে উদ্ধারকাজ। সকাল ৬টা থেকে ফায়ার সার্ভিসের আটটি দল উদ্ধারকাজ শুরু করে। এ ছাড়া ১২ জন ডুবুরি তিনটি দলে বিভক্ত হয়ে পঞ্চগড় থেকে দিনাজপুরের খানসামা পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার নদী এলাকায় উদ্ধার অভিযান চালান।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায় বলেন, এ পর্যন্ত উদ্ধারকৃত মৃত ব্যক্তির সংখ্যা ৬৯ জন। আর নিখোঁজ রয়েছেন তিনজন। এদের মধ্যে একটি শিশু ও দুইজন পুরুষ। তবে উদ্ধার ৬৯ জনের মধ্যে জেলার বোদা উপজেলার ৪৬, দেবীগঞ্জ উপজেলার ১৭, আটোয়ারী উপজেলার দুই, পঞ্চগড় সদর উপজেলায় এক এবং ঠাকুরগাঁও সদর উপজেলায় তিনজন। এসব মৃত ব্যক্তির মধ্যে পুরুষ ১৮ জন, নারী ৩০ জন এবং শিশু ২১ রয়েছে।

নিখোঁজ তিনজন হলেন- দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ছত্রশিকারপুর হাতিডুবা গ্রামের মদন চন্দ্রের ছেলে ভুপেন ওরফে পানিয়া (৪০), বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের খগেন্দ্রনাথের ছেলে সুরেন (৬৫) এবং পঞ্চগড় সদর উপজেলার ঘাটিয়ারপাড়া গ্রামের ধীরেন্দ্রনাথের মেয়ে জয়া রানী (৪)।

এর আগে রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলার বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে করতোয়া নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পঞ্চগড়,নিখোঁজ,নৌকাডুবি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close