• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গত চার বছর প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না: শিক্ষামন্ত্রী

প্রকাশ:  ০১ অক্টোবর ২০২২, ১৫:০৩
চাঁদপুর প্রতিনিধি

প্রশ্নপত্র ফাঁস বলতে যা বুঝায় এখানে সেটি হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (১ অক্টোবর) চাঁদপুর জেলা প্রশাসনের সম্প্রীতি সমাবেশে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, এ বছর প্রশ্নপত্র ফাঁস হয়নি। গত চার বছর কোনো প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না।

তিনি বলেন, দিনাজপুরে যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক। প্রশ্নপত্র ফাঁস বলতে যা বুঝায় এখানে সেটি হয়নি। কোনো পরীক্ষার্থীর হাতে প্রশ্নপত্র পৌঁছায়নি।

শিক্ষামন্ত্রী বলেন, একটি পরীক্ষার কেন্দ্র সচিব অনেকগুলো প্রশ্নপত্র একটি প্যাকেটে করে নিয়ে গেছেন। এটি কিভাবে হলো বিষয়টি তদন্ত হচ্ছে। তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আর দু’একটি জায়গায় ভুল প্রশ্নপত্র গেছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

চাঁদপুর,শিক্ষামন্ত্রী,ফাঁস,প্রশ্নপত্র,ডা. দীপু মনি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close