• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

টাঙ্গাইলে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৬

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০২২, ১৪:১৫ | আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১৪:৪৯
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে ছয়জন নিহত ও আহত হয়েছেন অন্তত ৪০ জন। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গোল চক্কর এলাকায় এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুর রহমান বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। এ সময় সেতু পূর্ব গোল চত্বর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা থেকে ছাড়া আসা বিপরীত লেনে উত্তরবঙ্গগামী মাইক্রোবাসে ধাক্কা দেয়। পরে বাসটি উল্টে যায়।

তিনি বলেন, ঘটনাস্থলই ছয়জন মারা যান। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।

ওসি সফিকুর রহমান বলেন, নিহতের সংখ্যা বাড়তে পারে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নিহত,টাঙ্গাইল,বাস-মাইক্রোবাস,সংঘর্ষ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close