• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নিউইয়র্কে বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলরের মৃত্যু

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০২২, ২০:২৭
বরিশাল প্রতিনিধি

বরিশাল সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোশারফ আলী খান বাদশা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৮ অক্টোবর) নিউইয়ার্কের একটি হাসপাতালে (বাংলাদেশ সময় বিকেল ৩টা) মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে রচি।

তিনি জানান, বাবা শারীরিক বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এক মাস আগে তাকে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখান থেকে দুই সপ্তাহ আগে নিউইয়র্কে একটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। দুই দিন লাইফ সাপোর্টে ছিলেন তিনি। শনিবার বিকেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বরিশাল পৌরসভা থাকাকালীন সময়ে তিনি ৯ নম্বর ওয়ার্ডের প্রথম কমিশনার নির্বাচিত হন। এরপর সিটি করপোরেশনে রূপান্তরিত হলে মোট ৫ বার কাউন্সিলর নির্বাচিত হন।

তার মৃত্যুর খবরে নগরীর গোড়াচাঁদ দাস রোডে মরহুমের বাসভবনে স্থানীয় রাজনীতিবিদ, স্বেচ্ছাসেবী সংগঠন, সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজের সর্বস্তরের মানুষ সমবেদনা জানাতে ছুটে যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মোশারফ আলী খান বাদশার মরদেহ দেশে ফিরলে নগরীর মুসলিম গোরস্থানে দাফনের কথা জানিয়েছেন পরিবার থেকে।

এদিকে তার মৃত্যুতে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ শোক বিবৃতি দিয়েছেন।

নিউইয়র্ক,বরিশাল,সিটি করপোরেশন,কাউন্সিলর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close