• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হিলি স্থলবন্দরে দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০২২, ১১:০৯
দিনাজপুর প্রতিনিধি

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার।

রোববার (৯ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

তিনি বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সরকারি ছুটি হওয়ায় সকাল থেকে এ বন্দর দিয়ে দুদেশের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে আবারো আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা বদিউজ্জামান বলেন, সরকারি ছুটির কারণে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

দিনাজপুর,বন্ধ,হিলি স্থলবন্দর,আমদানি,রপ্তানি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close