• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাউফলে নিষেধাজ্ঞার ১০ দিনেও চাল পায়নি জেলেরা

প্রকাশ:  ১৬ অক্টোবর ২০২২, ১৫:৩৮
বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি

মা ইলিশ নিধনে সরকার কর্তৃক আরোপিত অবরোধের ১০দিন পার হয়ে গেলেও চাল পায়নি পটুয়াখালীর বাউফল উপজেলার কার্ডধারী জেলেরা।

উপজেলার কালাইয়া ইউনিয়নের মো. কামাল হোসেন নামে কার্ডধারী এক জেলে বলেন, ‘নদীতে নামলে পুলিশে ধরে, বাইরেও কোনো কাম (কাজ) কামাই (আয়) নাই সরকার আগে চাউল (চাল) দিতো, এহনো (এখনো) সেই চাউল পাই নাই, বউ বাচ্চা লইয়া কি চুলার মাডি খামু’ এমনই অভিযোগ করেন নাজিরপুরের মো. জালাল বেপারী, রিয়াজ বেপারী, কেশবপুরের বারেক হাওলাদারসহ অসংখ্য জেলেরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার কালাইয়া, নাজিরপুর, কেশবপুর, কালিশুরি, কাছিপাড়া, ধূলিয়া ও চন্দ্রদ্বীপ ইউনিয়নে মোট কার্ডধারী জেলের সংখ্যা রয়েছে সাড়ে ৬ হাজার। চলতি বছর ৬ হাজার জেলের বিপরীতে বরাদ্ধ দেয়া হয়েছে ১শ ৫০ টন চাল।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান তালুকদার বলেন, চাল বিতরণের প্রক্রিয়া শুরু হয়েছে, আশা করি আগামী ২০ তারিখের মধ্যে চাল বিতরণ শেষ হবে।

বাউফল,নিষেধাজ্ঞা,জেলে,ইলিশ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close