• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নদীতে ইলিশ শিকারে নেমে ৮ জেলে ধরা

প্রকাশ:  ১৯ অক্টোবর ২০২২, ১৬:২৪
লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতিতে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকার করায় ৮ জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুটি ইঞ্জিন চালিত নৌকা, ৭৫ হাজার বর্গমিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাখাইন বাবু বাদী হয়ে মৎস্য আইনে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন। বিকেল সাড়র ৩টার দিকে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফেরদৌস আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- দিদার হোসেন, জুয়েল মিয়া, বাপ্পি মিয়া, মো. আলাউদ্দিন, রিদন মিয়া, আনোয়ার হোসেন, ইব্রাহিম খলিল ও মাঈন উদ্দিন। তারা উপজেলার চরগাজী ইউনিয়নের বয়ারচরের টাংকি সমাজের বাসিন্দা।

পুলিশ জানায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত থেকে বুধবার সকাল পর্যন্ত নৌ-পুলিশ টিম মেঘনা নদীতে টহল দেয়। এসময় টাংকি মাছঘাট এলাকার মেঘনা নদী থেকে পৃথক নৌকা থেকে জেলেদের আটক করা হয়। তার নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করছিল। তাদের কাছ থেকে ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এছাড়া ইলিশ শিকারে ব্যবহৃত ২টি ইঞ্জিন চালিত নৌকা ও ৭৫ হাজার বর্গমিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফেরদৌস আহম্মদ বলেন, আটক জেলেদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে রামগতি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জব্দকৃত ২টি নৌকা ও জাল আমাদের হেফাজতে রয়েছে।

ইলিশ,শিকার,জেলে,লক্ষ্মীপুর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close