• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শর্ত সাপেক্ষে জামিন পেলেন ঝুমন দাস

প্রকাশ:  ১৩ নভেম্বর ২০২২, ১৪:০৪
সুনামগঞ্জ প্রতিনিধি

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে থাকা সুনামগঞ্জের শাল্লা উপজেলার ঝুমন দাসকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন হাইকোর্ট। ধর্মীয় বিদ্বেষ ছড়ায় ফেসবুকে এমন কোনো পোস্ট করবে না—এমন শর্তে রোববার বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ তাকে ৬ মাসের জামিন দেন।

ব্যারিস্টার তাপস কান্তি বল শর্ত সাপেক্ষে ঝুমন দাসের জামিনের তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের মার্চে শানে রিসালাত সমাবেশে তৎকালীন আমীর জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মামুনুল হকের সমালোচনা করে ফেসবুকে ‘উসকানিমূলক’ স্ট্যাটাস দেন ঝুমন দাস। ওই ঘটনায় ঝুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় প্রায় ৭ মাস কারাগারে থেকে জামিনে মুক্ত হন।

আবার গত ২৮ আগস্ট আবারও ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেওয়ার অপরাধে শাল্লা থানা-পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে পোস্ট দেওয়ার বিষয় স্বীকার করলে রাতেই পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে গ্রেপ্তার দেখায়।

সুনামগঞ্জ,হাইকোর্ট

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close