• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

স্বেচ্ছাসেবক দলের নেতা তানু হত্যায় গ্রেপ্তার ৯

প্রকাশ:  ১৩ নভেম্বর ২০২২, ১৪:০৯
বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নূরে আলম তানু ভূঁইয়া হত্যা মামলায় ‘মূল ঘাতক’ ফরিদসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত গুলি ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) কেএম আরিফুল হক বলেন, তানু ভূঁইয়া হত্যার ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

গত শুক্রবার রাত ৯টার দিকে জেলা শহরের বাসাবাটি পদ্মপুকুর মোড় এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তানু ভূঁইয়া।

ঘটনার পরপরই পুলিশ জানায়, বাসাবাটি এলাকার টুটুল শেখের ছেলে ফরিদের গুলিতে তানু নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী কানিফ ফাতেমা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহতের বোন লোপা জানান, রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে বগা ক্লিনিকের দিকে যান তানু। কিছুক্ষণ পরেই পরপর চারটা গুলির শব্দ শুনতে পান তিনি। পরে ঘটনাস্থলে গিয়ে দেখেন তানু গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত তাকে ঘোষণা করেন।

তানু,হত্যা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close