• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিএনপির সমাবেশের দিন সিলেটেও পরিবহন ধর্মঘট

প্রকাশ:  ১৬ নভেম্বর ২০২২, ২১:৪৬
সিলেট প্রতিনিধি

সিলেটে বিএনপির সমাবেশের দিন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা সড়ক পরিবহন মালিক সমিতি। শনিবার (১৯ নভেম্বর) বিভাগজুড়ে ১২ ঘণ্টা পরিবহন ধর্মঘটের আহ্বান করেছে সংগঠনটি।

বুধবার (১৬ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবীর পলাশ।

তিনি বলেন, সিলেট সম্প্রীতির নগরী। আমরা সম্প্রীতি বজায় রেখে চলতে চাই। এই প্রতীকি ধর্মঘট আগে থেকেই ধার্য ছিলো। ফলে বিএনপির সমাবেশ প্রতীকী ধর্মঘটের মধ্যে পড়ে গেছে। ৭ নভেম্বর সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন দেওয়া বন্ধ ও অটোরিকশায় গ্রিল লাগানোর দাবিতে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

জিয়াউল কবীর পলাশ বলেন, দাবি না মানলে আগামী ১৯ নভেম্বর প্রতীকী ধর্মঘট পালনের তারিখ ধার্য ছিলো। তখন তারা জানতেন না, বিএনপির সমাবেশ ওই তারিখেই। ফলে ওইদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতীকী ধর্মঘট পালন করা হবে।

সিলেটে ১৯ নভেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদরাসা মাঠের ওই সমাবেশ সফল করতে বড় ধরনের প্রস্তুতি নিয়েছে দলটি। এ অবস্থায় পরিবহন ধর্মঘটের বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপির সমাবেশ বাধাগ্রস্থ করতেই সরকার চাপ দিয়ে ধর্মঘট ডাকিয়েছে। তবে কোনো ষড়যন্ত্রই গণজমায়েতকে বাধাগ্রস্ত করতে পারবে না।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ধর্মঘট,পরিবহন,সিলেট,বিএনপি,সমাবেশ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close