• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিশ্ববিদ্যালয় ভবনের লিফটে কিশোরীর মরদেহ

প্রকাশ:  ১৭ নভেম্বর ২০২২, ১৮:৫৯
বান্দরবান প্রতিনিধি

বান্দরবান বিশ্ববিদ্যালয় ভবনের লিফটে সাবেকুন্নাহার (১৩) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভবনের একটি লিফটে এ ঘটনা ঘটে।

সাবেকুন্নাহার গোয়ালিয়া খোলা এলাকার বাসিন্দা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুসের ছেলে সোহেলের বাসায় গৃহকর্মীর কাজ করতো।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত থেকে সাবেকুন্নাহারকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। সকালে দারোয়ান নুরুল আমিন ওপরে যাওয়ার জন্য লিফটে উঠলে ওপর থেকে রক্ত পড়তে দেখেন। হঠাৎ মেয়েটির মরদেহ লিফটের ভেতরে পড়ে। এসময় লিফট থেমে গিয়ে তিনিও ভেতরে আটকা পড়ে চিৎকার শুরু করেন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা মিলে প্রথমে দারোয়ানকে উদ্ধার করে। পরে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারের পর নুরুল আমিন জানান, লিফটের ভেতরে ঢুকে ওপর থেকে রক্ত পড়তে দেখি। কিছুক্ষণ পর কন্যা শিশুটির মরদেহ আমার সামনে পড়ে। পরে আমি ভয়ে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলি।

বান্দরবান সদর থানার ওসি (তদন্ত) সর্দার মির্জা জহির উদ্দিন জানান, লিফটের ভেতর থেকে একটি মরদেহ ও দারোয়ানকে উদ্ধার করা হয়েছে। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বান্দরবান,বান্দরবান বিশ্ববিদ্যালয়,মরদেহ,কিশোরী,ভবন,লিফট

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close