• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কালুরঘাট সেতুতে তেলবাহী ট্রেনের গার্ড ব্রেক ভ্যান লাইনচ্যুত

প্রকাশ:  ২১ নভেম্বর ২০২২, ২১:০৮
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের কালুরঘাট রেলওয়ে সেতুর মাঝখানে লাইনচ্যুত হয়েছে তেলবাহী ট্রেনের গার্ড ব্রেক ভ্যান। এতে সেতু দিয়ে গাড়ি পারাপার বন্ধ হয়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী সাধারণ।

সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সেতুতে ট্রেনটির গার্ড ব্রেক ভ্যান লাইনচ্যুত হয়।

গোমদণ্ডী স্টেশন মাস্টার অনুপম দে জানান, ট্রেনটি দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টে ফার্নেস অয়েল নিয়ে গিয়েছিলো। সেখান থেকে চট্টগ্রামে ফেরার পথে কালুরঘাট সেতুতে গার্ড ব্রেক লাইনচ্যুত হয়। এসময় সেতুতে গার্ড ব্রেকটি রেখে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। লাইনচ্যুত গার্ড ব্রেক সরিয়ে নিতে উদ্ধারকারী ক্রেন আনার প্রক্রিয়া চলছে।

এদিকে সেতুতে গার্ড ব্রেক আটকে পড়ায় যানবাহন পারাপার বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন দুপাড়ের যাত্রীরা। অনেককে হেঁটে সেতু পারাপার দেখা গেছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

চট্টগ্রাম,লাইনচ্যুত,তেলবাহী ট্রেন,কালুরঘাট সেতু

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close