• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘বিএনপি-জামায়াত মানুষের শান্তি বিনষ্টের অপচেষ্টা শুরু করেছে’

প্রকাশ:  ২৮ নভেম্বর ২০২২, ২২:৪৮
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সাধারণ মানুষ শান্তি চায়, দুবেলা দুমুঠো খেয়ে শান্তিতে থাকতে চায়। বিএনপি জামায়াত দেশের মানুষের শান্তি বিনষ্টের অপচেষ্টা শুরু করেছে। অদৃশ্য শক্তির ইন্ধনে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তরা। এ মহাসমাবেশের মধ্য দিয়ে সাধারণ মানুষের গণজাগরণ সৃষ্টি হবে।

চট্টগ্রামের পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ উপলক্ষে সোমবার (২৮ নভেম্বর) সকালে নগরীর নিমতলা বিশ্বরোড মোড় বিমান চত্বরে বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি।

আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার মোট জনসংখ্যার ২২ লাখ ভোটার রয়েছে। ন্যূনতম হিসাবে দেখা যায়, এ ভোটারদের মধ্যে ৪০ শতাংশ আওয়ামী লীগের ভোটার। অর্থাৎ প্রায় ৮ লাখ ৮০ হাজার ভোটার আমাদের। এ ৮ লাখ ৮০ হাজার ভোটারের মধ্যে কমপক্ষে ৫০ শতাংশও যদি পলোগ্রাউন্ডের সমাবেশে আসে তাহলে প্রায় ৪ লাখ ৪০ হাজার লোকের জমায়েত হবে এ মহাসমাবেশে।

তিনি বলেন, আবার এর সঙ্গে রয়েছে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা। সুতরাং সহজেই অনুমান করা যায় ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ডের মহাসমাবেশে কত লোক হতে পারে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

চট্টগ্রাম,অপচেষ্টা,বিএনপি,জামায়াত,মানুষ,শান্তি,আ জ ম নাছির উদ্দীন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close