• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যাত্রীবাহী বাসের চাপায় দুইজন নিহত

প্রকাশ:  ০৫ ডিসেম্বর ২০২২, ২০:০০
বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় দুইজন নিহত ও আহত হয়েছেন আরো পাঁচজন। সোমবার (৫ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ঘোগা বটতলা এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে তাদের প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদের হোসেন বলেন, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভটভটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভটভটিযাত্রী শেরপুর শহরের কর্মকারপাড়ার বাসিন্দা গোপাল সরকার (৩২) ও অজ্ঞাতপরিচয় (৩৩) আরেক ব্যক্তি নিহত হন।

তিনি বলেন, এ ঘটনায় আহত হন আরও পাঁচ ব্যক্তি। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটায় তাৎক্ষণিক বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) বলেন, নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তবে আরেকজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। আর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনার পরপরই বাসটির চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে বাসটি জব্দ করা হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বগুড়া,নিহত,বাসচাপায়

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close