• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জমি নিয়ে সংষর্ষে কলেজছাত্রী নিহতের ঘটনায় আটক ৬

প্রকাশ:  ০৫ ডিসেম্বর ২০২২, ২২:৪০
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জমি নিয়ে সংষর্ষে প্রতিপক্ষের হামলায় রত্না আকতার (২০) নামে কলেজছাত্রী নিহতের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। রোববার (৪ ডিসেম্বর) রাতে উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এর আগে রোববার বিকেলে জমি নিয়ে সংষর্ষে প্রতিপক্ষের হামলায় বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউপির দিস্তাপাড়া গ্রামে বীরগঞ্জ মহিলা কলেজের ছাত্রী এইচএসসি পরীক্ষার্থী রত্না আকতার নিহত হয়। পরে সংঘর্ষে নিহতের ঘটনায় রাতেই নিহতের বাবা মো. আকতারুল ইসলাম বাদী হয়ে বীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে রাতে ৬ জনকে আটক করে।

বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

নিহত রত্না আকতারের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে প্রতিবেশি রুহুল আমিনের স্ত্রী রোকেয়া খাতুনের সাথে মামলা চলমান রয়েছে। বিরোধপূর্ণ সেই জমিতে রোববার দুপুরে প্রতিপক্ষ রোকেয়া খাতুনের লোকজন জোরপূর্বক ঘর তুলে। এ সময় তারা বাধা দিলে দেশিয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন।

এতে রত্না আকতারসহ উভয়পক্ষের কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রত্না আকতারকে মৃত ঘোষণা করেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

দিনাজপুর,আটক,ঘটনা,জমি,নিহত,কলেজছাত্রী,সংষর্ষ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close