• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর: নিরাপত্তার দায়িত্বে চার হাজার পুলিশ

প্রকাশ:  ০৬ ডিসেম্বর ২০২২, ১১:৫৮ | আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৯:২৫
কক্সবাজার প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার সফরকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এতে চার হাজার পুলিশ সদস্য ছাড়াও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী কক্সবাজার সফরে যাচ্ছেন।

কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সফরে বুধবার মেরিন ড্রাইভের উখিয়ার ইনানীতে আন্তর্জাতিক ফ্লিট রিভিউয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি কক্সবাজার শহীদ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে বিশাল জনসভায় ভাষণ প্রদান করবেন।

এই দুটি অনুষ্ঠানকে ঘিরে চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। নিয়মিত পোশাকের বাইরেও সাদা পোশাকে পুলিশ দায়িত্ব পালন করবে।

এছাড়া সফর উপলক্ষে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। সঙ্গে থাকবে কঠোর গোয়েন্দা নজরদারি।

পুলিশ সুপার জানান, অতিরিক্ত নিরাপত্তার কারণে কক্সবাজার জেলা পুলিশের বাইরে বিভিন্ন জেলা থেকে পুলিশ সদস্য আনা হয়েছে। একই সঙ্গে অন্যান্য সকল আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পুলিশের পক্ষে লিখিতভাবে জানানো হয়েছে। তারাও দায়িত্ব পালন করবেন। কক্সবাজার এরইমধ্যে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয়ে রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা,কক্সবাজার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close