• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘২৬ বছর পর বাঁশখালীতে আওয়ামী লীগের সম্মেলন, নেই দলীয় পতাকা’

প্রকাশ:  ০৬ ডিসেম্বর ২০২২, ১৯:০৮
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

দীর্ঘ ২৬ বছর পর বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিন অনুষ্ঠান হবে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে। ওখানে কমিটি ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত বাঁশখালী বালিকা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের প্রথম দিন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘২৬ বছর পর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে অথচ সম্মেলনে জাতীয় পতাকা, সাংগঠনিক পতাকা, আওয়ামী লীগের দলীয় পতাকা নেই। এইটা রাজনীতির প্রতি অবহেলা। অনুষ্ঠান নেতাকর্মী, সমর্থকদের মুগ্ধ করতে আরো সুন্দর করা যেত। ’

তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী ও বঙ্গবন্ধুর আদর্শের রাজনৈতিক দল। এখানে এমপি বাহিনী, সভাপতি বাহিনী, সাধারণ সম্পাদক বাহিনী, চেয়ারম্যান বাহিনী করে আওয়ামী লীগের রাজনীতিকে ধ্বংস করবেন না। তৃণমূলের শক্তিই আমাদের রাজনীতির প্রধান শক্তি। সুষ্ঠু রাজনীতির মাধ্যমে আমাদের জনসেবা করতে হবে। আসুন দেশপ্রেম ও আওয়ামী লীগের প্রতি আন্তরিকতা দেখিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাই। ’

সম্মেলনের উদ্বোধক দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ এমপি বলেন, ‘যারা অন্য দল থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশ করেছে, তারা ভোটের সময় নৌকার বিরোধিতা করে রাজনীতি করে। ব্যক্তি ও পারিবারিক স্বার্থের জন্য আওয়ামী লীগ রাজনীতির নাম ভাঙায়। আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে ওদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। ’

বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপির সভাপতিত্বে এবং বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন প্রধান বক্তা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক খোরশেদ আলম, বাঁশখালী পৌরসভার মেয়র এস এম তোফাইল বিন হোসাইনসহ আরো অনেকে।

বাঁশখালী,চট্টগ্রাম,আওয়ামী লীগ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close