• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সাভারে ব্রাজিলের খেলা নিয়ে দ্বন্দ্বে যুবক ‘খুন’

প্রকাশ:  ১০ ডিসেম্বর ২০২২, ১২:৩২
সাভার প্রতিনিধি
নেইমার কাঁদছেন, রিচার্লিসন কাঁদছেন, ব্রাজিল কাঁদছে। ছবি: সংগৃহীত

সাভারে ব্রাজিলের খেলাকে কেন্দ্র করে হাসান (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে উত্তেজিত এক দর্শক। তবে ঘাতকের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি সাভার মডেল থানা পুলিশ।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ হত্যার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, শুক্রবার রাতে সাভার পৌর এলাকার ডগরমোড়া মহল্লায় ব্রাজিলের খেলা শেষে এ ঘটনা ঘটে।

নিহত হাসান সাভার পৌর মহল্লার ডগরমোড়া মহল্লা ভাড়া বাড়িতে থেকে একটি জুতার কারখানার কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত ৯টার সময় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল-ক্রোয়েশিয়ার খেলা শুরু হয়। পরে রাতে খেলা শেষে দর্শকদের মধ্যে হার নিয়ে ঝগড়া শুরু হয়। এরই এক পর্যায়ে উত্তেজিত এক দর্শক হাসানকে ছুরিকাঘাত করেন। এসময় হাসানকে ছুরিকাঘাত থেকে ঠেকানোর জন্য হাসানের এক বন্ধু এগিয়ে আসলে তাকেও ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় ঘাতক। পরে রক্তাক্ত অবস্থায় সাভার এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সাথে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনাটি তদন্ত করে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

ব্রাজিল,সাভার,খুন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close