• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এখনো বুদ্ধিজীবী হত্যাকারীদের তালিকা চূড়ান্ত করা যায়নি: নাছির

প্রকাশ:  ১৪ ডিসেম্বর ২০২২, ২০:০৫
চট্টগ্রাম প্রতিনিধি

বুদ্ধিজীবীদের পরিকল্পিত হত্যাকারীদের এখনো সরকারি তালিকা চূড়ান্ত করা যায়নি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে শহিদ বুদ্ধিজীবী দিবসে নগরের পাহাড়তলীর বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন শেষে সভায় তিনি এ মন্তব্য করেন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, আরো দুর্ভাগ্য হচ্ছে, এলাকায় কারা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, কারা একাত্তরের পরাজিত শক্তির দোসর- তাদের নামও আমরা জানি না।

তিনি বলেন, অপশক্তি মোকাবিলার ডাক যখন আসে তখন আমরা তাদের শনাক্ত করতে পারি না। অথচ আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের এবং বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী, আমাদের নামের তালিকা কিন্তু তাদের কাছে আছে। তারা আমাদের সহজেই টার্গেট করতে পারে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

চট্টগ্রাম,চূড়ান্ত,তালিকা,হত্যাকারী,বুদ্ধিজীবী,আওয়ামী লীগ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close