• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাঙামাটি-বান্দরবান সড়কে ৩৬ ঘণ্টার হরতাল চলছে

প্রকাশ:  ২০ ডিসেম্বর ২০২২, ১০:৫০ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১০:৫২
রাঙামাটি প্রতিনিধি

নিখোঁজ ছাত্রলীগ নেতা মো. সালাউদ্দিনের মুক্তিকে উদ্ধারের দাবিতে স্থানীয় সচেতন নাগরিক কমিটির ডাকে রাঙামাটি-কাপ্তাই-রাজস্থলী ও বান্দরবান সড়কে ৩৬ ঘণ্টার হরতাল চলছে। হরতালের কারণে, রাঙামাটি-বান্দরবান সড়কসহ অভ্যন্তরীণ আরো ৭টি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে শহরে কিছু-কিছু রিকশা চলাচল করতে দেখা গেছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ৬টা থেকে হরতাল কর্মসূচি পালন করতে মাঠে নামেন সচেতন নাগরিক কমিটির নেতাকর্মীরা। তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয়। হরতালের কারণে জেলা সদরসহ উপজেলাগুলোতে দোকানপাট বন্ধ রয়েছে। সকাল থেকে দূর পাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি।

এদিকে হরতালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা শহরসহ উপজেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিখোঁজ সালাউদ্দিন রাজস্থলী উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি রাজস্থলীর বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর শিবির এলাকার মৃত মজিবুর রহমান মেম্বারের ছেলে।

গত ৪ ডিসেম্বর সকালে সালাউদ্দিন তার বন্ধুর সাথে উপজেলা সদরে গিয়েছিলেন। এরপর তিনি আর বাড়ি ফিরেননি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ৫ ডিসেম্বর রাতে তার পরিবার থেকে রাজস্থলী থানায় সাধারণ ডায়েরী করা হয়।

নিখোঁজ ছাত্রলীগ নেতা সালাউদ্দিনকে উদ্ধারের দাবীতে গত দুই সপ্তাহ ধরে বাঙ্গালহালিয়ার সচেতন নাগরিক কমিটির ব্যানারে স্থানীয় জনগণ আন্দোলন শুরু করে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

রাঙামাটি,হরতাল,বান্দরবান,সড়ক

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close