• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সিরাজগঞ্জে জমির দলিল তোলা নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২৪

প্রকাশ:  ০৯ জানুয়ারি ২০২৩, ২৩:৫২
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ সদর উপজেলায় জমির দলিল তোলাকে কেন্দ্র করে এক গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২৪ জন ছররা গুলিতে আহত হয়েছেন।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামবাসীর বরাতে পুলিশ জানায়, শনিবার সকালে জমির কাগজ উত্তোলনকে কেন্দ্র করে বাঐতারা গ্রামের দলিল লেখক আলম হোসেনকে একই গ্রামের রুবেল মারপিট করে। এর জের ধরে সোমবার সকাল থেকে দুপক্ষের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটেকেল নিক্ষেপের সময় গুলির ঘটনাও ঘটে। এ সময় ২৪ জন গুলিবিদ্ধ ছাড়াও বিভিন্নভাবে আরও অন্তত ১০-১২ জন আহত হয়েছেন।

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল আহম্মেদ বলেন, আহতদের মধ্যে ২৫ জনকে ভর্তি করা হয়েছে। ২৪ জনের শরীরে ছররা গুলি লেগেছে।

সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় গ্রামের আরিফ হোসেনসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আরিফের কাছ থেকে একটি নিবন্ধন করা বন্দুক জব্দ করা হয়েছে।

তিনি বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। মামলার প্রস্তুতি চলছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

গুলিবিদ্ধ,সিরাজগঞ্জ,জমি,সংঘর্ষ,দলিল

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close