• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ে নিহত

প্রকাশ:  ১৩ জানুয়ারি ২০২৩, ১২:৫৭
লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ে নিহত হয়েছে। এ সময় গুরুত্বর আহত হয়েছে দুই বছরের এক শিশু।

শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমি আক্তার (২৮) পাটগ্রাম উপজেলার রহমানপুর ধবসুতি এলাকার রাশেদুজ্জামানের স্ত্রী ও মেয়ে তাসমিরা তাবাসুম তাসিন (৫)। আহত শিশুটিকে গুরুতর আহত অবস্থায় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

জানা যায়, সকালে রেললাইন দিয়ে হাঁটতে গিয়ে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি লোকাল ট্রেনেকাটা পড়ে। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। এ সময় এক শিশু আহত হয়। পরে পাটগ্রাম উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শী আকবার মিয়া বলেন, আমরা ভুট্টাক্ষেতে কাজ করছিলাম। এসময় ট্রেন কয়েকবার হুইসেল দেয় পরে দেখি দুইজন রেলে কাটা পড়ে মারা গেছেন। আহত অবস্থায় এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করাই।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, একই পরিবারের মা ও মেয়ে ট্রেনে কাটা পড়ে নিহত। দুই বছরের এক শিশুকে আহত অবস্থায় পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

বুড়িমারী রেলস্টেশন মাস্টার নুর আলম বলেন, ট্রেন যাত্রীদের মাধ্যমে জানতে পারলাম যে দুইজন ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

লালমনিরহাট,নিহত,মা-মেয়ে,পাটগ্রাম,ট্রেন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close