• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইজতেমায় যাওয়ার পথে সাড়ে ৭ শতাধিক রোহিঙ্গা আটক

প্রকাশ:  ১৮ জানুয়ারি ২০২৩, ২৩:৫৭
কক্সবাজার প্রতিনিধি

দ্বিতীয় দফার বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে কক্সবাজার থেকে বাসযোগে ঢাকায় যাওয়ার পথে সাড়ে সাত শতাধিক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে কলাতলী এলাকার বাইপাস সড়কের পাশ থেকে ১৯টি বাসে ঢাকায় যাত্রা করার সময় তাদের আটক করে পুলিশ। পর সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, আটকরা টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে এসে কক্সবাজার আদর্শ গ্রাম বাইতুল নূর আমান জামে মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান নেন। এরপর ১৯টি বাসে তারা ঢাকার উদ্দেশে যাত্রার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে।

আটক রোহিঙ্গারা জানিয়েছেন দ্বিতীয় দফার বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে যাওয়ার জন্য তারা এসেছে। পরে বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে যোগাযোগ করে উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে তাদের ফেরত পাঠানো হয়েছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকার পর রোহিঙ্গা কীভাবে ক্যাম্প থেকে বের হয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। রোহিঙ্গাদের উখিয়ার ট্রানজিট ক্যাম্পে রেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

আটক,ক রোহিঙ্গা,ইজতেমা,কক্সবাজার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close