• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চট্টগ্রামে দুই সহোদর বোনের রহস্যজনক মৃত্যু

প্রকাশ:  ১৯ জানুয়ারি ২০২৩, ১৮:৪৩
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় দুই সহোদর বোনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বোনের মৃত্যু হয়। এরপর বিকেলে সাড়ে ৩টার দিকে আরেক বোনও মারা যান।

দুই সহোদর বোনের নাম- রাহিমা (২২) ও ফজিলা (১৯)। তারা গার্মেন্টসে চাকরি করতেন। তাদের গ্রামের বাড়ি পিরোজপুরের মটবাড়িয়া থানায়। এরমধ্যে রাহিমার বিয়ে হয়েছে। তার স্বামী প্রবাসী।

স্বজনরা জানান, বুধবার (১৮ জানুয়ারি) রাতে ঘরে ছারপোকা মারার ওষুধ ছিটিয়ে ঘুমাতে যান দুই বোন। পরে ঘণ্টা দু’একের মধ্যে তাদের শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাদের অপর বড় বোন এসে বন্দরটিলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে এক বোনকে দুপুরের দিকে চমেক হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর আরেক বোনও অসুস্থ হলে তাকেও বিকেলের দিকে ভর্তি করানোও তিনিও মারা যান।

তাদের বড় বোন নাজমা আখতার বলেন, রাতে খবর পেয়ে আমি তাদের বাসায় যায়। পরে দেখি দুই বোনই গুরুতর অসুস্থ। রাত পর্যন্ত পর্যবেক্ষণ করে সকালের দিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন। পরে দুপুরের দিকে ছোট বোনকে ভর্তি করালে চিকিৎসক মৃত ঘোষণা করে। এর পরে বড় বোনও অসুস্থ হলে তাকেও ভর্তি করানো হয়। চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

তাদের চাচাতো ভাই মোহাম্মদ নুরুজ্জামান। তিনিও গার্মেন্টস কর্মী। তিনি জানান, আমি খবর পেয়ে চমেকে ছুটে আসি। পরে দেখি দুই বোনেরই মৃত্যু হয়েছে। গ্রামের বাড়ি থেকে এখনো কেউ আসেনি।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম বলেন, দুইবোনের মৃত্যুর খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। এখনো বিস্তারিত পাওয়া যায়নি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মৃত্যু,রহস্যজনক,বোন,চট্টগ্রাম,সহোদর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close