• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে আইনজীবী নিহত

প্রকাশ:  ২০ জানুয়ারি ২০২৩, ১৩:৪৫ | আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ১৩:৪৮
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে রফিকুল ইসলাম (৬৫) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১৫ যাত্রী।

শুক্রবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে সুন্দরগঞ্জ-রংপুর সড়কের জামাল হাটনন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজসহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত বাসযাত্রী রফিকুল উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ধনিয়ার কুড়া গ্রামের মৃত নয়া মিয়ার ছেলে। আহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সুন্দরগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশে ছেড়ে যায়। বাসটি বামনডাঙ্গা ইউনিয়নের জামাল হাট নামক স্থানে পৌঁছালে রংপুর থেকে আসা ওষুধ কোম্পানির একটি কাভার্ডভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে বাসের যাত্রী রফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ সময় বাসের আরো ১৫ যাত্রী আহত হন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, কাভার্ডভ্যানকে সাইড দিয়ে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কেই উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নিহত,গাইবান্ধা,বাস,আইনজীবী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close