• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কক্সবাজারে হত্যা মামলায় বাবা-মা ও ছেলের যাবজ্জীবন

প্রকাশ:  ৩১ জানুয়ারি ২০২৩, ১৮:৪৫
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে হত্যা মামলায় বাবা-মা ও ছেলের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে মা-বাবাকে ৩০ হাজার টাকা এবং ছেলেকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক নিশাত সোলতানা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় বাবা-মা উপস্থিত থাকলেও ছেলে পলাতক আছেন।

সাজাপ্রাপ্তরা হলেন- টেকনাফের বাহারছড়ার উত্তর শীলখালীর মোহাম্মদ মঞ্জুর প্রকাশ কল মঞ্জুর, তার স্ত্রী আমিনা খাতুন ও ছেলে মোহাম্মদ ফোরকান।

মামলার নথি পর্যালোচনা করে দেখা গেছে, ২০১৯ সালের ২৭ আগস্ট সন্ধ্যায় টেকনাফ বাহারছড়ার উত্তর শীলখালী বইল্যাছড়া এলাকায় আব্দুল করিম নামে এক ব্যক্তিকে হামলা করা হয়। পরদিন তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় টেকনাফ থানায় মামলা করেন নিহতের স্ত্রী খোরশিদা বেগম। ২০২১ সালের ১৭ অক্টোবর মামলার তিনি আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।

পূর্বপশ্চিমবিডি/এসএম

যাবজ্জীবন,ছেলে,কক্সবাজার,হত্যা মামলা,বাবা-মা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close