• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সালিশে নারী ইউপি সদস্যকে জুতাপেটা, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রকাশ:  ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১৬
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান সেলিমের বিরুদ্ধে সালিশ চলাকালীন সময়ে এক নারী ইউপি সদস্যকে জুতাপেটা করার অভিযোগে মামলা হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে ওই নারী ইউপি সদস্য বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলাটি করেন। এতে আরো ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

জানা যায়, গত ২ ফেব্রুয়ারি ইউপি কার্যালয়ে প্রকল্পের কাজ ভাগাভাগি ও আরেক সদস্য রফিকুল ইসলামকে মোবাইলে গালাগাল করার অভিযোগ ওঠে ওই নারী ইউপি সদস্যের বিরুদ্ধে। এ নিয়ে চেয়ারম্যান সালিশ ডাকেন। এ সময় ইউপির সব সদস্য উপস্থিত ছিলেন। সালিশে ওই নারী সদস্যের বিচার চান রফিকুল।

এ ঘটনায় ওই নারী সদস্যকে তিরস্কার করে ক্ষমা চাইতে বলেন চেয়ারম্যান আনোয়ার। কিন্তু ক্ষমা না চেয়ে একতরফা দোষারোপ না করতে চেয়ারম্যানকে অনুরোধ জানান ওই নারী সদস্য। এতে ক্ষিপ্ত হয়ে সবার সামনেই ওই নারীকে চুলের মুঠি ধরে জুতাপেটা করেন চেয়ারম্যান।

ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়া জানান, মামলা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ময়মনসিংহ,মামলা,চেয়ারম্যান,সালিশ,নারী,ইউপি সদস্য,জুতাপেটা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close