• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শরীয়তপুরে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

প্রকাশ:  ২৭ এপ্রিল ২০২৩, ১২:১৮
শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পৃথক দুটি স্থানে কীর্তিনাশা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন- উপজেলার রাজনগর ইউনিয়নের কাজিকান্দি গ্রামের কামরুল কাজীর মেয়ে মৌ আক্তার (১৩), নয়ন মাদবরকান্দি গ্রামের শওকত খানের মেয়ে সূচনা আক্তার (১৩)।

অপর ঘটনায় নিহতরা হলেন- একই উপজেলার মুক্তারচর ইউনিয়নের কেদারপুর গ্রামের শুকুর আলীর মেয়ে তানিশা (৭) ও জাজিরা উপজেলার মোহরখারকান্দি গ্রামের সুমন মিয়ার মেয়ে সুরাইয়া আক্তার (৭)।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, নিহত মৌ ও সূচনা তাদের নানাবাড়ি নড়িয়া থানার শাওড়া গ্রামে নূর মোহাম্মদ দেওয়ানের বাড়িতে বেড়াতে এসেছিলো। তারা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। এরপর স্থানীয়রা মৌ ও সূচনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, অপর ঘটনায় নিহত তানিশা ও সুরাইয়া মুক্তারচর ইউনিয়নে খালার বাসায় বেড়াতে এসেছিলো। পার্শ্ববর্তী কীর্তিনাশা নদীতে গোসল করতে নামলে তারা পানিতে ডুবে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন নদীতে নেমে খোঁজাখুঁজি করে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মৃত্যু,শিশু,শরীয়তপুর,পানিতে ডুবে

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close