• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দেশের মানুষ এখন সুখে আছে: আইনমন্ত্রী

প্রকাশ:  ৩০ এপ্রিল ২০২৩, ১৫:০৪
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, দেশের মানুষ এখন সুখে আছে।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা টি আলী কলেজ প্রাঙ্গণে কৃষকদের মাঝে কৃষিঋণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আনিসুল হক বলেন, শুধু বিদেশিরাই যে এই ষড়যন্ত্র করে, তা নয়। বিদেশিরা যেন ষড়যন্ত্রের মধ্যে থাকে সেজন্য দেশ থেকে তাদের কান ভারি করা হচ্ছে।

তিনি বলেন, আমরাও কিছু বিষয় বুঝি যেমন এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের কিছুটা কষ্ট হচ্ছে। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে এই অবস্থা হয়েছে। সারা বিশ্বে এখন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। আপনারা দোয়া করেন যেন দ্রুতই আবারো সব ঠিক হয়ে যায়।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে সেটি বাংলাদেশের জনগণ নির্ধারণ করবেন। সেটিই হচ্ছে বঙ্গবন্ধুর নেতৃত্ব। আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা পেয়েছি। আমাদের ভবিষ্যৎ আমরা জনগণরাই নির্ধারণ করব।

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক দিক তুলে ধরে তিনি বলেন, আমি এই এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। চেষ্টা করেছি এলাকার উন্নয়ন করার। আগামীতেও আমি আপনাদের পাশে থাকতে চাই।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ব্রাহ্মণবাড়িয়া,আইনমন্ত্রী,সুখ,মানুষ,দেশ,আনিসুল হক

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close