• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চিরিরবন্দর সীমান্তে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ:  ১৭ মে ২০২৩, ১২:৩৬
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী সীমান্ত এলাকা থেকে মঞ্জুরুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৭ মে) সকালে সীমান্তের শাহপুর কামারপাড়া নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত মঞ্জুরুল চিরিরবন্দর উপজেলার আমতলী সীমান্তের শাহপুর কামারপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১২টার দিকে সীমান্তের কাছাকাছি স্থানে তাকে গুলি করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিজিবির সহযোগিতায় মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, নিহতের শরীরে চারটি গুলির চিহ্ন আছে। ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিএসএফ তাকে গুলি করে হত্যা করেছে কি না এটি এখনো নিশ্চিত না। তবে নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি, তাকে বিএসএফ গুলি করে হত্যা করেছে।

তিনি বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

২৯-বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলমগীর কবির বলেন, নিহতের বিষয়টি জেনেছি। কিন্তু বিএসএফ গুলি করে হত্যা করেছে কি না তা এখনো নিশ্চিত নই। এ বিষয়ে আমরা পতাকা বৈঠক ডেকেছি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

দিনাজপুর,উদ্ধার,মরদেহ,সীমান্ত,বাংলাদেশি,যুবক

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close