• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘সংবিধান না মানলে নিজেদের বাংলাদেশের নাগরিক বলা ঠিক না’

প্রকাশ:  ১৪ জুলাই ২০২৩, ১৫:৫৮
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সংবিধান মেনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, যারা সংবিধান মানেন না, তাদের নিজেদের বাংলাদেশের নাগরিক বলা সঠিক হবে না।

শুক্রবার (১৪ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা অনেক কথাই বলতে পারেন। আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ২০১৮ সালের নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করে। আমরা বাংলাদেশের সংবিধান মেনে চলি, তার কারণ হচ্ছে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে ও মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধান দিয়েছিলেন। আমরা সেই সংবিধান মেনেই নির্বাচন করব। আর যারা এই সংবিধান মানে না, তাদের বাংলাদেশের নাগরিক বলা আমার মনে হয় সঠিক হবে না।’

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা মনির হোসেন বাবুল প্রমুখ।

রেলস্টেশনে উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কিছু দিকনির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী আমরা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব।’

আইনমন্ত্রী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close