• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীর

প্রকাশ:  ১৪ আগস্ট ২০২৩, ১৯:৫৬
পূর্বপশ্চিম ডেস্ক

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিমাশিল্পী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তারা প্রতিমাসহ মাটির তৈজসপত্র তৈরি করে জীবিকা নির্বাহ করতেন।

সোমবার দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লাড়ুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল।

নিহতরা হলেন- অর্জুন চন্দ্র পাল (৬৫) ও তার অঞ্জলী রানী পাল (৫০)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রামের আনন্দ পালের বাড়ির পুকুরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ছিল। এতে পুকুরে থাকা মাছ মরে ভেসে উঠতে থাকে। দুপুরে অর্জুন পাল পুকুরে গোসল করতে নামেন। তখন তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তার চিৎকার শুনে স্ত্রী অঞ্জলী পালও পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চাঁদপুর স্টেশনের উপ-সহকারী পরিচালক সৈয়দ মো. মোর্শেদ হোসেন বলেন, বিদ্যুতের তার পানিতে পড়ে অনেক মাছ মরে ভেসে উঠে। অর্জুন সেই পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে বাঁচাতে এসে তার স্ত্রীও মারা যান। লাশ দুটি উদ্ধার করা হয়েছে।

ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

নিহত,চাঁদপুর,বিদ্যুৎস্পৃষ্ট

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close