বাগেরহাটে হরিণের মাংসসহ ২ ব্যক্তি গ্রেপ্তার
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪১

বাগেরহাটের রামপালে হরিণের মাংসসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বাঁশতলী ইউনিয়নের গিলাতলা বাজার সংলগ্ন ব্যাংকের মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৬ কেজি হরিণের মাংস ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সম্পর্কিত খবর
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম বলেন, সুন্দরবন থেকে শিকার করা হরিণের মাংস বিক্রির জন্য অপেক্ষা করছেন— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আদালতের নির্দেশে উদ্ধারকৃত মাংস ধ্বংস করা হয়েছে।