• বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

খড়ের গাদার নিচে চাপা পড়ে দুই শিশুসহ নিহত ৩

প্রকাশ:  ২০ সেপ্টেম্বর ২০২৩, ২০:২৮
ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজী উপজেলায় ধানের খড়ের গাদার নিচে চাপা পড়ে দুই শিশুসহ তাদের মা নিহত হয়েছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের তিতা ফকির বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় আবুল হাসেম জানান, প্রবাসী আমির হোসেন টিপুর স্ত্রী জাহানারা আক্তার সুমি আক্তার (৩৫) সকালে গবাদি পশুর জন্য খড়ের গাদা থেকে খড় নিয়ে পাশে বসে কাটছিলেন। পাশে তার দুই সন্তান সাইমুন (৫) ও আবু সাঈদ (১৮ মাস) তার পাশে খেলছিলেন। খড়ের খুঁটিটা অনেক পুরাতন থাকায় হঠাৎ সেটি ভেঙ্গে তাদের গায়ের উপর পড়ে। এসময় দুই শিশু সন্তানসহ সুমি খড়ের গাদায় চাপা পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান জানান, সকালে সময় আমজাদহাট তিতা ফকির বাড়ির প্রবাসী আমির হোসেন টিপুর স্ত্রী ও দুই শিশু সন্তান, খড়ের স্তুপের নিছে চাপা পড়ে নিহত হয়। ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ফুলগাজী থানার পুলিশ সদস্যরা সেখানে গিয়ে ঘটনার স্থান পরিদর্শন করেন।

এ ঘটনায় ফুলগাজী থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের পক্রিয়া চলছে বলে জানান তিনি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ফেনী,নিহত,শিশু,খড়ের গাদা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close