• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ওজনে কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা

প্রকাশ:  ০৩ অক্টোবর ২০২৩, ১৯:৩১
শেখ নাদীর শাহ্,খুলনা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় অকটেন, পেট্রোল ও ডিজেল ওজনে কম দিয়ে ক্রেতাদের ঠকানোর দায়ে পৌরসদরস্থ দু' প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার (০৩ অক্টোবর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন পৌরসদরের আসিফ ফিলিং স্টেশন ও জয় মা এন্টারপ্রাইজে উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় পরিমাপ যন্ত্রে কৌশলে কারচুপির সত্যতা পাওয়ায় আসিফ ফিলিং স্টেশন'কে ৮০ হাজার টাকা ও জয় মা এন্টারপ্রাইজ'কে ২০ টাকা সহ সর্বোমোট লক্ষ টাকার জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ওজনে কম দিয়ে ক্রেতাসাধারণকে ঠকানোর দায়ে দু' ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

অভিযানকালে খুলনা বিএসটিআই পরিদর্শক মো: রাকিব ইসলামসহ সঙ্গীয় ফোর্সরা উপস্থিত ছিলেন।

ফিলিং স্টেশন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close